Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা!

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:০০ পিএম ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা!

এখন থেকে আবেদনকারীদের পাসপোর্টের কভার পেজের কপিও জমা দিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছে দুবাইয়ের আমের সেন্টারসহ আবুধাবি ও দুবাইয়ের বিভিন্ন টাইপিং সেন্টার কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশের জন্য ভিসা আবেদনে নতুন শর্ত যুক্ত করা হয়েছে।

 

 

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতে ইউএই অভিবাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে, সব ধরনের এন্ট্রি পারমিট আবেদনের সঙ্গে পাসপোর্টের বাহ্যিক পাতার কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

 

নতুন এ নিয়ম সব জাতীয়তার আবেদনকারীর জন্য সমভাবে প্রযোজ্য হবে। পর্যটন, কর্মসংস্থান বা অন্যান্য যেকোনো ধরনের ভিসা আবেদনেই এই শর্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে নতুন এন্ট্রি পারমিট আবেদনকারীদের ক্ষেত্রে এটি কঠোরভাবে অনুসরণ করা হবে।

 

এ বিষয়ে মন্তব্য জানতে গালফ নিউজ যোগাযোগ করেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এবং দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) সঙ্গে। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Side banner