দলবদলের শেষের দিকেও যেন বিড়ম্বনায় ম্যান ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা যেন এমন হয়েছে, যেখানে দলের ৪ স্ট্রাইকার হয়ে উঠেছেন ক্লাবেরই গলার কাঁটা। দলবদল শেষ হবার আগে, আলেহান্দ্রো গার্নাচো, রাসমুস হয়লুন্ড, জেডন সানচো ও অ্যান্টনি; এই চার ফরোয়ার্ডকে বিক্রি করতে হবে ম্যানইউকে। ইতোমধ্যেই তাদের বিকল্প ফুটবলার দলে নিয়েছেন কোচ আমোরিম। সময় এই ৪জনকে ছাড়তে না পারলে ফেয়ার প্লে’র