দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব
ওপার বাংলার শোবিজ অঙ্গনে আলোচনায় দেব ও ইধিকা পালের রসায়ন। পরপর তিন ছবিতে একসঙ্গে অভিনয় তাদের; শুরুটা হয়েছিল ‘খাদান’ দিয়ে। আর সেখানে দেব-ইধিকার অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করে। এরপর ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’ ছবিতে একসঙ্গে হাজির হচ্ছেন এই জুটি। তাই ভক্তদের মুখে মুখে তাদের নিয়ে চলে এসেছে তথাকথিত