২৯ জুন এলেই ওয়াইন উৎসবে মেতে ওঠে যে শহর
রঙের উৎসবের কথা তো অনেক শুনেছেন দেখছেন। কিন্তু কখনও শুনেছেন হাজার হাজার লিটার ওয়াইন ফেলে উৎসব?
স্পেনের উত্তরে লা রিওহা অঞ্চলের শান্ত শহর হারো। প্রতিবছরের ২৯ জুন এখানেই উদ্যাপিত হয় এক ব্যতিক্রমী উৎসব ‘লা বাতেল্লা দেল ভিনো’। বাংলায় এর অর্থ দাঁড়ায়—মদের যুদ্ধ। তবে নামে যুদ্ধ