ইসরায়েলি হামলায় খান ইউনুসের ৮৫ শতাংশ ধ্বংস হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েল ও হামাস চুক্তিবদ্ধ হওয়ার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) থেকে শুরু এ যুদ্ধবিরতির ফলে ফিলিস্তিনিরা গাজার উত্তরে ফিরতে শুরু করেছে। এই চুক্তির ফলে দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানের আশা দেখা দিয়েছে। তবে, একইসাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।