Probas Report
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি: জর্জিয়া মেলোনি

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৫৮ পিএম ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি: জর্জিয়া মেলোনি

ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ ঘোষণা দেন।

 

মেলোনি বলেন, ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ— এ ইস্যুতে একটি সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য। এখন আমরা দেখব— পরিকল্পনাটির সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না। যদি ঘটে, সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ এক কথায় বললে, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি।

 

ইতালি প্রধানমন্ত্রী বলেন, ইতালির লক্ষ্য হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রগঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী।

 

মেলোনি আরও বলেন, ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আজ একটি ঐতিহাসিক দিন। আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালির উপস্থিতি আছে।

Side banner