Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দাম বাড়বে কোরবানির পশুর চামড়ার

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ২১, ২০২৫, ০৩:৫৮ পিএম দাম বাড়বে কোরবানির পশুর চামড়ার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে।


বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

উপদেষ্টা বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবছরের চেয়ে এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (২২ মে) চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে।


তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এবছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

Side banner