Probas Report
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

স্ত্রীকে রাতে কুপিয়ে হত্যা, ভোরে থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ২০, ২০২৫, ০৫:৪৭ পিএম স্ত্রীকে রাতে কুপিয়ে হত্যা, ভোরে থানায় স্বামীর আত্মসমর্পণ

মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মিতু আক্তারকে (২৮) কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী সুমন শাহজাহান। সোমবার দিবাগত রাত ৩টায় মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টায় মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী সুমন।

 

মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম।

 

সুমন শাহজাহান (৪৫) ‌মিরকা‌দিম পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছেলে।

 

নিহত মিতু আক্তার ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুম‌ন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেখানে ৩টি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। 

 

স্থানীয় বাসিন্দারা আরও জানান, সেদিনই রাত ২টার দিকে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন। পরে ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করে সুমন।

 

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে স্ত্রীকে হত্যার কথা বিষয়টি অবগত করে আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Side banner