Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ভারত-পাকিস্তান সামরিক কর্মকর্তাদের ফোনালাপ, যে কথা হলো

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ১৩, ২০২৫, ০১:২২ পিএম ভারত-পাকিস্তান সামরিক কর্মকর্তাদের ফোনালাপ, যে কথা হলো

পেহেলগাম ইস্যুতে টানা দুই সপ্তাহের বেশি উত্তেজনা ও সংঘাতের পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ১০ মে বিকেল থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষই বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্মত হয়। সেই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় উভয় দেশের সামরিক কর্মকর্তারদের মধ্যে ফোনালাপ হয়।

 

রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজের বরাত দিয়ে দ্য ডন এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং তার ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের মধ্যে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা হয়। 

 

সামরিক সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পরবর্তী দফা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হবে।

 

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, উভয় পক্ষই যেন একটিও গুলি না চালায় বা একে অপরের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেয়, এই প্রতিশ্রুতি অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

এছাড়া উভয় পক্ষ সীমান্ত এবং সামনের অঞ্চল থেকে সেনা কমানোর বিষয়টি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

Side banner