Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ১০, ২০২৫, ০৪:০৯ পিএম শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হয়।

 

গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে কদম ফোয়ারা হয়ে শাহবাগে গিয়ে মিলিত হবে। গণমিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

 

গণমিছিলে অংশগ্রহণকারীরা বলছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তারা আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিয়ে চিরতরে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

Side banner