বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি জানিয়েছেন। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে তিনি এ দাবি জানান।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, “আরশোলা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।” এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেনার প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন তারা। অন্যদিকে, মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা পাকিস্তানের হয়ে স্টেটাস দেওয়ায় ট্রোলের মুখে পড়ছেন ভারতে।
গত এপ্রিলে কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তি পায়, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এই ছবি বক্স অফিস বা ওটিটি প্ল্যাটফর্মে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে, 'Be The Evil' ছাড়া কঙ্গনার হাতে আর কোনও বড় মাপের সিনেমার খবর নেই।
আপনার মতামত লিখুন :