Probas Report
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফোনে কথা বলতে গিয়ে রাস্তায় পড়ে পা মচকালেন শাবনূর

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ১৩, ২০২৫, ০৭:০৩ পিএম ফোনে কথা বলতে গিয়ে রাস্তায় পড়ে পা মচকালেন শাবনূর

সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলছিলেন চিত্রনায়িকা শাবনূর। অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায় তার। এতে পায়ের টিস্যুতে ক্ষতি হয়েছে। এখন পায়ে প্লাস্টার, ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হচ্ছে অভিনেত্রীকে।

 

গত শনিবার এ এই দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান শাবনূর। এরপর জানালেন, পায়ের প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

 

শাবনূর বললেন, ‘ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখব না। গাড়ি চালানোর সময়ও মোবাইল দেখব না। পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনায় আমার পাটা ইনজুরি হয়েছে, এর জন্য আরো ভয়ংকর কিছুও হতে পারত। আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা।

 

তিনি আরো বলেন, ‘আমি মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। এক পর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয়, ওঠার মতো শক্তি ছিল না।

 

তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। আমাকে এখন ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।’

Side banner