Probas Report
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ক্রিকেটকে ভারতের স্কুলের সঙ্গে তুলনা করলেন নাসির

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ১৪, ২০২৫, ০৭:৫২ পিএম বাংলাদেশ ক্রিকেটকে ভারতের স্কুলের সঙ্গে তুলনা করলেন নাসির

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ব্যক্তিগত কারণে সব সময় আলোচনায় থাকেন নাসির হোসেন। এবার বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করে আলোচনায় এসেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের অবস্থাকে ভারতের স্কুল ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন তিনি।

 

মঙ্গলবার (১৩ মে) রাতে সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনালে অতিথি হয়ে এসেছিলেন নাসির হোসেন।  সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

 

নাসির বলেন, আমার কাছে যেটা মনে হয়, ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটিও নেই। সে অনুযায়ী বললে, বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল, আমরা আরও ভালো করতে পারতাম। আশা করি, দল সবসময় ভালো খেলবে এবং দেশের সুনাম বয়ে আনবে।

 

এ ছাড়াও জাতীয় ফেরা নিয়ে তিনি বলেন, বাংলাদেশে সবই সম্ভব। সুযোগ-সুবিধা থাকলে অবশ্যই জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ, সামনে প্রিমিয়ার লিগ ও ডিপিএল খেলবো। শুধু বললেই তো হবে না, পারফর্ম করে জায়গা নিতে হবে। সেই চেষ্টা করব।

 

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল।

 

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন। প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেললেও পুরোপুরি ছন্দ হারাননি। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৫ ম্যাচে করেছেন ২ হাজার ৬৯৫ রান, রয়েছে দুটি শতক ও ১৪টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ৩৯ উইকেট।

Side banner