বিশ্বে প্রথমবারের মতো ফুটবল ম্যাচ খেলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি-সক্ষম মানবাকৃতির রোবটরা।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এর প্রাথমিক পর্বে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ৫ বনাম ৫ ফুটবল ম্যাচ খেলে তারা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদমাধ্যমটি বলছে, এর আগে প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল ৩টি রোবট বনাম ৩টি রোবটের মধ্যকার ম্যাচে। এবার নতুন ফরম্যাটে প্রতিটি দলে ছিল দুই ফরোয়ার্ড, দুই ডিফেন্ডার ও একজন গোলরক্ষক। খেলার শুরুতে রোবটরা নিজ নিজ অবস্থান নেয় এবং এরপর সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ট্যাকল, পাস ও শট দিতে থাকে—কোনও ধরনের মানব নিয়ন্ত্রণ ছাড়াই।
ম্যাচ চলাকালে সংঘর্ষে কিছু রোবট পড়ে গেলেও দ্রুত উঠে তারা আবার খেলা চালিয়ে যায়। প্রতিটি গোলেই দর্শকরা উল্লাস করে। ৪০ মিনিটের ম্যাচটি দুই অর্ধে বিভক্ত ছিল— প্রতিটি অর্ধ ১৫ মিনিট, মাঝখানে ১০ মিনিট বিরতি।
প্রতিযোগিতার নিয়মাবলির বই প্রায় ৭০ পৃষ্ঠার। মানুষের ফুটবলের সঙ্গে মিল থাকলেও এখানে বেশি শারীরিক সংযোগ অনুমোদিত এবং রোবটের জন্য কিছু বিশেষ নিয়ম যোগ করা হয়েছে। যেমন, ফ্রি-কিকের পর প্রতিপক্ষ দলকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয়, যাতে এআই সঠিকভাবে খেলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।
বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতা তিন দিন চলবে এবং এই প্রতিযোগিতায় ১৬ দেশের ২৮০ দলের হয়ে ৫০০টিরও বেশি রোবট অংশ নিচ্ছে। ২৬টি ক্রীড়া বিভাগে মোট ৫৩৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ফুটবল, অ্যাথলেটিকস ও জিমন্যাস্টিকসও রয়েছে।
এই টুর্নামেন্টের আগে গত ২৭ জুন বেইজিংয়ে চীনের প্রথম এআই রোবট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেসময় ৩টি রোবট বনাম ৩টি রোবট ফরম্যাটে খেলা হয়।
আপনার মতামত লিখুন :