Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

রাশিয়ার সামরিক হেলিকপ্টার ‘এমআই-৮’ বিধ্বস্ত

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ২৪, ২০২৫, ০৪:৪০ পিএম রাশিয়ার সামরিক হেলিকপ্টার ‘এমআই-৮’ বিধ্বস্ত

রাশিয়ার ওরিওল অঞ্চলে স্থানীয় সময় শুক্রবার (২৩ মে) একটি এমআই-৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

 

শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়।

 

ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ।

 

এ ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি। তবে ক্রুরা বেঁচে নেই কেউই। 

Side banner