যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারীরাও ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ফলে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সমস্ত ভিসাধারীর রেকর্ড নতুন করে যাচাই করা হচ্ছে। এদের সংখ্যা প্রায় ৫.৫ কোটি।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা বাতিলের কয়েকটি কারণের মধ্যে রয়েছে নিয়ম ভঙ্গ, অপরাধে জড়িত থাকা, ওভারস্টে থাকা, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা বা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও জানিয়েছেন, দেশটির নাগরিকদের জন্য ট্রাক চালানোর সুযোগ নিশ্চিত করতে বিদেশী ট্রাক চালকদের ভিসা ইস্যু স্থগিত রাখা হয়েছে। চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪ লাখ মানুষকে বহিষ্কার করা হতে পারে বলে ধারণা করছে গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
রাজনৈতিক মত প্রকাশ এবং ফিলিস্তিনিদের সমর্থনের কারণে ইতিমধ্যেই ৬,০০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এই পদক্ষেপে দেশটিতে থাকা বৈধ ভিসাধারীরাও এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আপনার মতামত লিখুন :