Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
অভিবাসনবিরোধী

অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রডভিউ

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক অক্টোবর ১১, ২০২৫, ০৯:২৪ পিএম অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রডভিউ

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রডভিউ। শুক্রবার (১০ অক্টোবর) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট -এর অফিসের বাইরে আন্দোলনে নামে বাসিন্দারা।

 

এ সময় বিক্ষোভকারীদের সাথে যোগ দেন ডেমোক্র্যাটিক সিনেটর ট্যামি ডাকওয়ার্থ এবং ডিক ডারবিন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেন তারা। মিছিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সেনা মোতায়েনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।

 

একপর্যায়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। জনতার মিছিলে লাঠিপেটা করে পুলিশ, ছোড়ে টিয়ারশেল।

 

উল্লেখ্য, ট্রাম্পের ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ অভিযান শুরু হওয়ার চার সপ্তাহ পরও গণগ্রেফতার চলছে। এরই মধ্যে হাজার খানেক বাসিন্দাকে আটক করেছে ‘আইসিই’। এর আগে, গত বুধবার ব্রডভিউতে নতুন করে ৫০০ সেনা মোতায়েন করায় অভিবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

Side banner