Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৪ পিএম ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) ভূমিকম্পটি আঘাত হানে।

 

ইউএস ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, ফিলিপাইনের পালোম্পনের ঠিক পশ্চিমে পানির নিচে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয় সুনামিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোহোল প্রদেশের একটি পৌরসভা ক্যালাপে থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে, যেখানে প্রায় ৩৩ হাজার জনসংখ্যার বাস। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Side banner