মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েল ও হামাস চুক্তিবদ্ধ হওয়ার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) থেকে শুরু এ যুদ্ধবিরতির ফলে ফিলিস্তিনিরা গাজার উত্তরে ফিরতে শুরু করেছে। এই চুক্তির ফলে দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানের আশা দেখা দিয়েছে। তবে, একইসাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।
খান ইউনুসের মেয়র জানিয়েছেন, ইসরায়েলি হামলায় শহরটির প্রায় ৮৫ শতাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও জানান, শহরের রাস্তাগুলো থেকে প্রায় ৪ লাখ টন ধ্বংসস্তূপ সরাতে হবে। পাশাপাশি, খান ইউনুসের প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ পানি সরবরাহ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
মেয়র আরও বলেন, শহরের ৭৫ শতাংশ পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ধ্বংস হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২১৯ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৫১ জনকে। তাদের মধ্যে ৪৭ জন এখনও জিম্মি। এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
অপরদিকে, গাজায় টানা বর্বর গণহত্যা চালিয়েছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়, এর মধ্যে ২০ হাজারেও বেশি শিশু।
সূত্র: আল জাজিরা।
আপনার মতামত লিখুন :