Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়ালো

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক অক্টোবর ৪, ২০২৫, ০৮:৫৪ পিএম গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়ালো

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন।

 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৭৪ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ৭০০ জনের তথ্য যাচাই করে এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে।

 

তবে ধারণা করা হচ্ছে, আসল মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। কারণ গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ এখনো চাপা পড়ে আছে।

 

এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় মোট ১,৬৯,৪৩০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ রয়েছে বলে দাবি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

সূত্র: আল জাজিরা।

Side banner