Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

প্রেমিকাকে ফেরাতে টানা ২১ ঘণ্টা হাঁটু গেড়ে বসেছিলেন তিনি

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক এপ্রিল ৬, ২০২৩, ০৪:২১ পিএম প্রেমিকাকে ফেরাতে টানা ২১ ঘণ্টা হাঁটু গেড়ে বসেছিলেন তিনি

প্রেমিকার সঙ্গে কিছুতেই বিচ্ছেদ চাননি তিনি। তাঁকে ‘বিদায়’ বলতে চাননি। আর তাই প্রেমিকাকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
হাতে গোলাপ নিয়ে কনকনে শীত আর বৃষ্টির মধ্যে প্রেমিকার কার্যালয়ের বাইরে ২১ ঘণ্টা হাঁটু গেড়ে বসেছিলেন ওই ব্যক্তি।
চীনের সিচুয়ান প্রদেশের দাঝাউ শহরে গত ২৮ মার্চ বেলা ১টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ভবনের বাইরে হাঁটু গেড়ে বসেছিলেন ওই ব্যক্তি। তাঁর আশা ছিল, যদি প্রেমিকার মন বদলায়। যদি আবার তাঁরা এক হতে পারেন।
দেশটির জিউপাই নিউজের খবর বলছে, সে সময় স্থানীয় লোকজন তাঁর চারপাশে ভিড় জমান। তাঁকে চলে যেতে পরামর্শ দেন অনেকেই।
লি নামে এক ব্যক্তি বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই তাঁকে চলে যেতে বলেন। অনেকেই বলেন প্রেমিকার ফেরার ইচ্ছে নেই। তারপরও এখানে এভাবে থাকা অর্থহীন।’
তবে এ রকম হট্টগোলের মধ্যেও ওই প্রেমিকাকে সেখানে দেখা যায়নি। একপর্যায়ে পুলিশও ঘটনাস্থলে যায়। পুলিশ ওই ব্যক্তিকে চলে যেতে উদ্বুদ্ধ করে। তবে ওই ব্যক্তি তাতে নারাজ। তিনি পুলিশকে পাল্টা প্রশ্ন  ছুড়ে বলেন, ‘এভাবে হাঁটু গেড়ে বসা কি অবৈধ? যদি অবৈধ না হয়, তাহলে আমাকে একা ছেড়ে দিন।’

Side banner