ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা যেন এমন হয়েছে, যেখানে দলের ৪ স্ট্রাইকার হয়ে উঠেছেন ক্লাবেরই গলার কাঁটা। দলবদল শেষ হবার আগে, আলেহান্দ্রো গার্নাচো, রাসমুস হয়লুন্ড, জেডন সানচো ও অ্যান্টনি; এই চার ফরোয়ার্ডকে বিক্রি করতে হবে ম্যানইউকে। ইতোমধ্যেই তাদের বিকল্প ফুটবলার দলে নিয়েছেন কোচ আমোরিম। সময় এই ৪জনকে ছাড়তে না পারলে ফেয়ার প্লে’র নিয়ম ভঙ্গ হবে ইউনাইটেডের।
আগামী ১লা সেপ্টেম্বর শেষ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। ১ সপ্তাহের অল্প কিছু বেশি এই সময়ে শেষ মুহুর্তে দল গোছাতে ব্যস্ত ছোট-বড় সব ক্লাবই।
কিন্তু ঠিক সেই সময় ঘর গোছাতে নয়, বরং ঘর খালি মরতে মরিয়া হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলেহান্দ্রো গার্নাচো, রাসমুস হয়লুন্ড, জেডন সানচো ও অ্যান্টনি। এই ৪ ফরোয়ার্ড পরিকিল্পনায় নেই আগেই জানিয়েছেন কোচ রুবেন আমোরিম।
ইতোমধ্যেই তাদের বিকল্প হিসেবে ম্যাথুস কুনা, এমবিউমে, বেনজামিন সেসকোর মতো স্ট্রাইকারকে দলে নিয়েছে রেড ডেভিরা। প্রশ্ন হচ্ছে প্রায় দুই মাসের এই দলবদলে এখনও কেন তাদের বিক্রি করেনি ম্যানচেস্টার?
আলেহান্দ্রো গার্নাচো, ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ভাবা হতো রোনালদোর উত্তরসূরী। আমোরিমের পরিকল্পনায় ঠিক মতো মানিয়ে নিতে পারছেন এই আজেন্টাই। গার্নাচোকে পেতে আগ্রহী ছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ আর চেলসি। গার্নাচোর পছন্দ স্ট্যাম্পফোর্ড ব্রিজ। তবে এই মুহুর্তে চেলসি জাভি সিমনকে দলে নেবার কাজ করায়, বিলম্ব হচ্ছে গার্নাচোর ক্লাব ছাড়াটা।
ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনির পরিস্থিতি কিছুটা ভিন্ন। ধারে গত মৌসুমের স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে নিজেকে ফিরে পেয়েছেন অ্যান্টনি। স্পেনে স্থায়ি ভাবে যেতে চান অ্যান্টনি। কিন্তু বেটিসের সাথে ট্রান্সফার ফি নিয়ে মতঐকে পৌছাতে পারছে না ম্যানইউ। সৌদি থেকে বড় অঙ্কের প্রস্তাব এলেও বেটিসের অপেক্ষায় এই ব্রাজিলিয়ান।
২০২৩ সালে ৭২ মিলিয়ন পাউন্ড দিয়ে ইতালিয়ান ক্লাব আটালান্টা থেকে স্ট্রাইকার রাসমুস হয়লুন্ডকে কিনেছিলো ম্যানইউ। কিন্তু গত দুই মৌসুমে প্রত্যাশ মেটাতে না পারায় রোমার কাছে হয়লুন্ডকে বিক্রি করতে চেয়েছিলো ম্যানইউ। কিন্তু হয়লুন্ড রোমায় যেতে রাজি নয়। শিরোপা যুদ্ধে থাকতে হয়লুন্ডের পছন্দ নাপোলি। আলোচনা শুরু হয়েছে দুই পক্ষের।
ম্যানইউর সবচেয়ে বড় সমস্যা জেডন সানচো। ক্লাবের সবেচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারদের মধ্যে একজন এই ইংলিশ। ইতিমধ্যের রোমা যাবার প্রস্তুাব প্রত্যাক্ষান করেছেন সানচো। তুরস্ক থেকে আগ্রহ থাকলেও তার মোটা অঙ্কের বেতনের কারণে ধারেও কোন ক্লাব পেতে চাইছে না সানচোকে।
আপনার মতামত লিখুন :