ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ— কোয়াব এর আসন্ন নির্বাচনে ভোট দিচ্ছেন না জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্ত্তজা। নির্বাচনে ভোটার হননি তারা।
অনলাইনে সুযোগ থাকার পরও সদস্য ফি জমা দেননি সাকিব ও মাশরাফি। যে কারণে কোয়াবের সদস্য পদ থাকলেও ভোটাধিকার পাবেন না তারা।
এদিকে সভাপতি পদে মিনহাজুল আবেদীন নান্নুর প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। এই পদে মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন।
সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না আলোচনায় থাকা আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবারের নির্বাচনে ভোট দেবেন ২১২ জন সদস্য। সব ঠিক থাকলে নতুন কাঠামোতে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির এবারের নির্বাচন।
আপনার মতামত লিখুন :