Probas Report
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাদাম চাষে কৃষকের সফলতা

প্রবাস রিপোর্ট ডিসেম্বর ৪, ২০২২, ০৭:৫০ পিএম বাদাম চাষে কৃষকের সফলতা

জেলার শ্রীমঙ্গলে বাদাম চাষে সফল হয়ে উঠেছেন এক কৃষক। বাদামের ভাল ফলন হওয়ায় চোখে মুখে হাসি ফুঁটে ওঠেছে ওই কৃষকের। এদিকে শ্রীমঙ্গলে মাটি ও কৃষিকে কাজে লাগিয়ে বাদাম চাষে কৃষকের উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

জানা যায়, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিলাশের পাড় এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ চন্দ্র সরকার (৬৫) নিজ বাড়ির পাশে মাত্র দেড় শতক জমিতে পরীক্ষামূলকভাবে বাদাম চাষ শুরু করেন। সামান্য খাটুনী আর পরিচর্চায় তিন মাসের মধ্যে বাদামের অভাবনীয় উৎপাদনে তিনি এখন বেজায় খুশী।

সন্তোষ চন্দ্র্র সরকার ১৯৭৯ সালে স্থানীয় বিলাশেরপাড় ছবুরাখাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন। দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার পর ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর তারিখে সরকারি চাকুরী হতে অবসর গ্রহন করে কৃষিকাজে মনোনিবেশ করেন। এরই ধারাবাহিকতায় ধানক্ষেতের দোআঁশ মাটিতে বাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনার স্বপ্ন বুনেন তিনি।

Side banner