Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

আমিরাতে লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৩৭ পিএম আমিরাতে লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ১৯ বছর ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন ৪৯ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রাশেদ। চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে আবুধাবির বিগ টিকিট লটারির বিষয়ে জানতে পারেন তিনি। এরপর থেকে নিয়মিত টিকিট কিনতে থাকেন। অবশেষে এবারের ড্রতে ভাগ্য সুপ্রসন্ন হয় তাঁর।

 

রাশেদ বিগ টিকিটের ২৭৮ সিরিজে জয়ী হয়ে পেয়েছেন ১ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। ছয়জন ভাগ্যবান বিজয়ীর মধ্যে তিনি একজন, যারা মোট ৬ লাখ দিরহামের সান্ত্বনা পুরস্কার ভাগাভাগি করেছেন। ফোনে বিজয়ের খবর পেয়ে রাশেদ আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

 

তিনি জানান, কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে প্রতি মাসে যৌথভাবে টিকিট কিনতেন তারা। পুরস্কারের অর্থও বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। নিজের ভাগের টাকায় পরিবারকে সহায়তা করা এবং ঋণ পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

 

রাশেদ বলেন, একবার জেতার পরও তারা থেমে যাননি। বরং নতুন স্বপ্ন নিয়ে আবারও টিকিট কিনেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও বড় কোনো পুরস্কার জিততে পারবেন।

 

প্রবাসী এই বাংলাদেশি আরও জানান, তিনি সব সময় বিশ্বাস করতেন একদিন তাঁর ভাগ্য উজ্জ্বল হবে। পাশাপাশি সবাইকে বিগ টিকিটে অংশ নেওয়ার জন্য উৎসাহিতও করেন তিনি।

Side banner