Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

কুয়েতে মালিকের সন্তানকে হত্যার দায়ে প্রবাসী নারীর মৃত্যুদণ্ড

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৯ পিএম কুয়েতে মালিকের সন্তানকে হত্যার দায়ে প্রবাসী নারীর মৃত্যুদণ্ড

কুয়েতে ১৮ মাস বয়সী এক শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে হত্যার দায়ে এক ফিলিপিনো গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার কুয়েতের ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে সাবাহ আল সালেম এলাকায় নিয়োগকর্তার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

 

স্থানীয় সংবাদমাধ্যম আল কাবাস-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত গৃহকর্মী শিশুটি তাকে ‘বিরক্ত’ করায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। শিশুটির চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে ওয়াশিং মেশিনের ভেতর গুরুতর অবস্থায় আবিষ্কার করেন। দ্রুত জাবের আল আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

রায়ের আগে আদালত অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে এবং তাকে বিচারের জন্য মানসিকভাবে সুস্থ বলে ঘোষণা করে। এই ঘটনাটি কুয়েত ও ফিলিপাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

 

ফিলিপাইনের অভিবাসী কর্মী বিভাগ (DMW) শিশুটির পরিবার ও কুয়েত সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলেছে, এটি একটি “বিচ্ছিন্ন” ঘটনা। দেশটির আইন অনুযায়ী, এই রায়টি আপিল আদালত এবং পরে সর্বোচ্চ আদালত দ্বারা পর্যালোচিত হবে।

Side banner