ওমানের আল দাখিলিয়াহ গভর্নরেটে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। গ্রেপ্তারকৃতদের সবাই আরব দেশের নাগরিক বলে জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে জানানো হয়, অভিযুক্তরা এক নারীর পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে তাকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে। ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর তারা বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করতে শুরু করে।
পরবর্তীতে ওই প্রতারকচক্র ভুক্তভোগীকে জানায়, কথিত ওই নারী নাকি পরিবারে নির্যাতনের শিকার। এ অজুহাত দেখিয়ে তারা দীর্ঘ সময় ধরে তার কাছ থেকে দুই লাখ ওমানি রিয়ালেরও বেশি অর্থ হাতিয়ে নেয়, যা বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকার সমান।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং শিগগিরই তাদের আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :