Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ওমানে এআই-প্রতারণার ফাঁদ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:০৪ পিএম ওমানে এআই-প্রতারণার ফাঁদ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

ওমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রতারণার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। অপরাধীরা নতুন নতুন কৌশলে প্রবাসী ও নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যার প্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

 

রয়্যাল ওমান পুলিশ (ROP) জানায়, প্রতারক চক্র ফোন কলের মাধ্যমে ব্যাংকের গোপন তথ্য সংগ্রহ, সামাজিক মাধ্যমে অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাট বা খামারের ভুয়া বিজ্ঞাপন এবং জাল দাতব্য সংস্থার নামে অর্থ আদায় করছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে ১০,৮৫২টিরও বেশি প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে, যা প্রবাসী ও স্থানীয়দের জন্য একটি বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতারকরা এখন আরও পেশাদার এবং তারা মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে ভুয়া ওয়েবসাইট ও এআই-ভিত্তিক কনটেন্ট তৈরি করছে। এই পরিস্থিতিতে, সকল প্রবাসী ও নাগরিককে যেকোনো লোভনীয় বা সন্দেহজনক প্রস্তাব সত্যতা যাচাই করার এবং প্রতারণার শিকার হলে অবিলম্বে পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Side banner