Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সুখবর, ওমানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের ভিসা চালু

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:১০ পিএম সুখবর, ওমানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের ভিসা চালু

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (GCC) “জিসিসি গ্র্যান্ড ট্যুরস” নামের একটি সমন্বিত পর্যটন ভিসা চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শেনজেন ভিসার আদলে পরিকল্পিত এই ভিসার মাধ্যমে পর্যটকরা একটিমাত্র ভিসা ব্যবহার করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান—এই ছয়টি দেশ ভ্রমণ করতে পারবেন। পরীক্ষামূলকভাবে ভিসাটি ২০২৫ সালের শেষের দিকে চালু করার পরিকল্পনা রয়েছে।

 

 

জিসিসি মহাসচিব জসিম আল-বুদাইউই জানান, ভিসাটি অনুমোদনের শেষ ধাপে রয়েছে এবং শিগ্রই একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই নতুন উদ্যোগ বিশেষ করে প্রবাসী ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য সুবিধা বাড়াবে। এখন আর বারবার ভিসার জন্য আবেদন করার ঝামেলা বা অতিরিক্ত খরচের সমস্যা থাকবে না।

 

 

ভিসার প্রাথমিক কাঠামো অনুযায়ী, মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে। এটি পর্যটকদের ভ্রমণের সময় ও গন্তব্য অনুযায়ী নমনীয়তা দেবে। এক ভিসার মাধ্যমে ছয় দেশে ভ্রমণ সুবিধা প্রদানের ফলে অঞ্চলের পর্যটন সেক্টর শক্তিশালী হবে।

 

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ পুরো উপসাগরীয় অঞ্চলকে একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবে। পর্যটকরা সহজে বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারলে অর্থনীতিতে নতুন গতি আসবে এবং ভ্রমণ খাত আরও সক্রিয় হবে।

 

এছাড়া, ডিজিটাল আবেদন প্রক্রিয়ার ফলে ভিসার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে, যা গ্লোবাল পর্যটন নীতি ও নিরাপত্তা মানের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হবে।

Side banner