Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক আগস্ট ২২, ২০২৫, ০৮:০৮ পিএম দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

ওপার বাংলার শোবিজ অঙ্গনে আলোচনায় দেব ও ইধিকা পালের রসায়ন। পরপর তিন ছবিতে একসঙ্গে অভিনয় তাদের; শুরুটা হয়েছিল ‘খাদান’ দিয়ে। আর সেখানে দেব-ইধিকার অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করে। এরপর ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’ ছবিতে একসঙ্গে হাজির হচ্ছেন এই জুটি। তাই ভক্তদের মুখে মুখে তাদের নিয়ে চলে এসেছে তথাকথিত এক ‘ডেটিং’ গুঞ্জন।

 

তবে এসব গুঞ্জন রটেও নানান সব যুক্তিতেই! ভক্তদের একাংশের মত, প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র নাকি দেবকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। পরে বিষয়টিকে টেকনিক্যাল গ্লিচ হিসেবে ব্যাখ্যা করা হয়। সে থেকে তারা ভাবতে শুরু করে, নিজেদের মধ্যে বুঝি ভালো সম্পর্ক নেই দেব-রুক্মিণীর।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে দেবের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ তাদের নিয়ে এই যে ডেটিং চর্চা রটছে, তা নিয়ে। এতে দেবের নায়িকা ভারতীয় গণমাধ্যমে জবাব দেন, ‘আমি এটা নিয়ে কখনো ভাবিনি। এতদূর যাইনি। এর আগেও যখন এসব নিয়ে কথা উঠেছে, আমাকে তা খুব একটা বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদের বিচলিত করছে না। আমাকে কেন করবে।’

 

 

ইধিকার অভিনয় জীবন শুরু হয়েছে ছোট পর্দা দিয়ে। তবে বড় পর্দায় প্রথম কাজটি ছিল বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায়, যেখানে শাকিব খানের বিপরীতে দেখা গেছে তাকে। বাংলাদেশে তাকে ডাকা হয় ‘শাকিবের নায়িকা’ও! এরপর ‘খাদান’ সিনেমার নায়িকা হওয়ার সুযোগ আসে ইধিকার। 

Side banner