Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সহশিল্পীর থাপ্পড়ে অপমানিত হয়ে বলিউড ছাড়তে চেয়েছিলেন শক্তি কাপুর

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৯:৫৬ পিএম সহশিল্পীর থাপ্পড়ে অপমানিত হয়ে বলিউড ছাড়তে চেয়েছিলেন শক্তি কাপুর

তাকে বলা হয় বলিউডের ‘ব্যাড বয়’। তবে বি টাউনের অন্যতম শক্তিমান অভিনেতা তিনি, যার নাম শক্তি কাপুর। তাকে ঘিরে বলিউডে প্রায়ই নানা বিতর্ক ওঠে।

 

ক্যারিয়ারের শুরুর দিকে এই পেশা থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন শক্তি কাপুর।

 

এর কারণ ছিল, এক অসহ্য যন্ত্রণা। এক সহ-অভিনেতার কাছ থেকে সপাটে চড় খেয়েছিলেন তিনি, যার কারণে সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউড ছেড়ে দেবেন।

 

এক শোয়ে হাজির হয়ে সে সময়ের কথা জানান শক্তি কাপুর নিজেই। জানিয়েছেন, সময়টা তখন ১৯৮৩ সাল।

 

‘মাওয়াই’ নামে এক ছবির শুটিং করছিলেন তিনি। ছবির প্রথম শটে কাদের খান তাকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই ছিল সেই থাপ্পড়। এর পরের শটে অরুণা ইরানিও তাকে থাপ্পড় মারেন, তা-ও চরিত্রের প্রয়োজনেই।

 

তিনি এত জোরে থাপ্পড় মারেন যে শক্তি কাপুর মেঝেতে পড়ে যান। তৃতীয়বারও ঘটে একই ঘটনা। এরপর অপমানিত বোধ করে শক্তি কাপুর ঠিক করেন, তিনি আর কোনোভাবেই অভিনয় করবেন না।

 

শক্তি কাপুরের ভাষ্যে, ‘আমি কাদের খানকে গিয়ে বলি তোমার পায়ে পড়ছি। আমাকে টিকিট কেটে দাও।

 

আমি আর ছবি করতে চাই না। আমার ক্যারিয়ার শেষ। আমি তো এখনো বিয়েও করিনি।’

 

যদিও সে সময় শক্তি কাপুরকে শান্ত করিয়েছিলেন অজয় দেবগণের বাবা বিরু দেবগণ। তিনি বুঝিয়েছিলেন, চলে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর সেই কথা শুনে থেকে যান শক্তি। ক্যারিয়ারও পোক্ত হতে শুরু করে ক্রমে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।

Side banner