মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বাহাদুরসাদি ইউনিয়নের খলাপাড়া শহীদ ফকির শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন ২০২৫) বিকাল ৪টায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুরসাদি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এস.এম. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গাজীপুর জেলা আহ্বায়ক, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য জনাব এ.কে.এম ফজলুল হক মিলন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শফিউদ্দিন মির্জা।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। এ সময় কালিগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়নের নেতাকর্মীরাও শোকসভায় উপস্থিত ছিলেন।
হাজারো মানুষের উপস্থিতিতে শহীদ ফকির শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। জনসাধারণ, শিক্ষক-শিক্ষিকা, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, তাঁর মতো একজন রাষ্ট্রনায়কের আদর্শেই বিএনপি এখনো গণতন্ত্র রক্ষার সংগ্রামে নিয়োজিত।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ফজলুল হক মিলন বলেন, “কালিগঞ্জের উন্নয়নে আমি আজীবন কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাবো। বিএনপি সব ধর্মাবলম্বীর পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনারা এই দেশের নাগরিক, আপনাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির মাস্টার, জনাব খালেকুজ্জামান বাবলু, জনাব খাইরুল আহসান মিন্টু এবং জনাব সেরাজিস সালেকিন লিমন।
প্রধান বক্তা ছিলেন জনাব সোলাইমান আলম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোনতাজ উদ্দিন মাস্টার, জনাব নাইবুর রহমান মাসুদ। জনাব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন। জনাব মো. মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেট করিম খান জোবায়ের। জনাব আব্দুর রহমান বাবু। জনাব মোঃ মোজাম্মেল হোসেন।জনাব খুরশিদ আলম। দেলোয়ার হোসেন দেলো।আকবর, উজ্জ্বল, আমিন, সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি আয়োজন করেন বাহাদুরসাদি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মো. শওকত আলী মেম্বার।
আপনার মতামত লিখুন :