গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে থানায় প্রবেশের সময় এক প্রতারক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে অভিযোগ করতে থানায় আসেন তানিয়া (২৭)।
কিন্তু অভিযোগ জানানোর আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করলে উপস্থিত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হলে ধরা পড়ে যে, তিনি পুলিশের কেউ নন। তানিয়ার বাড়ি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকায়, তিনি আবু তালেবের মেয়ে।পরে তানিয়ার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপি’র পোশাকসহ পুলিশের আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :