Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক জুন ৩০, ২০২৫, ০৮:১৮ পিএম জয়পুরহাটে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

জয়পুরহাটের কালাই উপজেলায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল রাগান্বিত হয়ে তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

 

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি বলে জানান তিনি।

Side banner