Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বাহরাইনকে ৭–০ গোলে হারিয়েছে বাংলাদেশ

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক জুন ২৯, ২০২৫, ০৯:০০ পিএম বাহরাইনকে ৭–০ গোলে হারিয়েছে বাংলাদেশ

মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ।

 

ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় বাংলাদেশ। ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২–০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিসকু। ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।

 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুই গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন।

 

র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।

Side banner