Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক জুলাই ৬, ২০২৫, ১২:০৬ পিএম নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধের পর নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান তিনি। খবর বিবিসি।

 

পোস্টে ইলন মাস্ক লেখেন, নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য দলটি গঠন করা হয়েছে। অপ্রয়োজনীয় খরচ ও দুর্নীতির মাধ্যমে যখন দেশকে দেউলিয়া করা হচ্ছে, তখন আমরা প্রকৃতপক্ষে একদলীয় ব্যবস্থায় বাস করছি, গণতন্ত্রে নয়।

 

প্রতিবেদনে বলা হয়, তবে দলটি দেশটির নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন নিয়েছে কি না তা স্পষ্ট নয়। তাছাড়া, দলটির নেতৃত্ব নিয়ে বিস্তারিত তথ্য দেননি মাস্ক।

 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সরব ছিলেন ইলন মাস্ক। আলোচিত দুই ব্যক্তির রসায়ন সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন মাস্ক—এমন গুঞ্জনও রয়েছে। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর রীতিমতো তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি। মাস্ককে দেয়া হয় দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব।

 

এরপর প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে (বিগ বিউটিফুল বিল) কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা বাড়ে। গত সপ্তাহে বিলটিকে আইনে পরিণত করেন ট্রাম্প।

 

এর আগে, সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একাধিক পোস্টে আলোচিত বাজেট বিলটির তীব্র সমালোচনা করেন মাস্ক। বিলটির পক্ষ আইনপ্রণেতাদের দেখে নেয়ার হুমকিও দেন তিনি।

 

এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, মাস্কের প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছে। এই ভর্তুকি না পেলে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

Side banner