Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
হৃদয় হত্যার দ্রুত

বিচারের দাবিতে গাজীপুরে সর্বস্তরের মানুষের প্রতিবাদ সভার ডাক।

প্রবাস রিপোর্ট | স্টাফ রিপোর্টার জুলাই ১, ২০২৫, ০৯:০৪ পিএম বিচারের দাবিতে গাজীপুরে সর্বস্তরের মানুষের প্রতিবাদ সভার ডাক।

গাজীপুরের কোনাবাড়ি এলাকার গ্রিনল্যান্ড কারখানার মেকানিক  মো. হৃদয় হাসানকে পিটিয়ে হত্যার ঘটনায় সর্বস্তরের জনগণ প্রতিবাদ সভার ডাক দিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিকেল ৪টায় গাজীপুর চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীতে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ‘সম্মেলিত মানুষের মঞ্চ’-এর ব্যানারে অনুষ্ঠিত এই সভায় শ্রমিক, পেশাজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। 

 

প্রসঙ্গত, ২৮ জুন রাত ২টা ৩০ মিনিটে কারখানার ভেতর হৃদয়কে দড়ি দিয়ে বেঁধে সিকিউরিটি ইনচার্জের রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে সকালে তার নিথর দেহ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন পাওয়া গেছে। হৃদয়ের পরিবারের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

 

আয়োজকরা জানিয়েছেন, ‘হৃদয় হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তারা সর্বস্তরের জনগণকে প্রতিবাদ সভায় যোগ দিয়ে ন্যায়বিচারের দাবিতে এক কণ্ঠে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
 

Side banner