Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
কমলনগরে

প্রতিপক্ষের আগুনে নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

প্রবাস রিপোর্ট | মোঃ জায়েদ হোসেন আগস্ট ১৮, ২০২৫, ০৬:৫৭ পিএম প্রতিপক্ষের আগুনে নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

চুরির বিচার চাওয়ায় লক্ষ্মীপুরের কমলনগরে দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

 

রবিবার গভীর রাতে উপজেলার চরলরেন্স এলাকায় এঘটনা ঘটে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী আবুল কালাম বলেন, আমার ছেলে ফয়সাল আমাদের সমাজে দোকান করে।

 

গত শুক্রবার রাতে আমাদের দোকান চুরি হয়েছে। পুলিশ অভিযুক্ত রিয়াজ ও আজাদকে থানায় নিয়ে যায়। অভিযুক্তরা দুজনে ঘটনার দিন জামিনে বাড়িতে এসে দোকানে আগুন দেয়। আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে ঘন্টাব্যাপী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, আমি একজন প্যারালাইসিসের রোগী।

 

তারা আমার পরিবারের লোকজনকে ঘরে ঢুকে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে পরে দোকানে আগুন দেয়। এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকান চালাই। আমি তাদের ঋণের টাকা কিভাবে পরিশোধ করবো? আমি প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি করছি। কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চরলরেন্স এলাকায় দোকান পোড়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Side banner