Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
শ্রীলঙ্কার রাজনীতিতে

নতুন চাঞ্চল্য, কেন গ্রেফতার করা হলো সাবেক প্রেসিডেন্টকে?

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক আগস্ট ২২, ২০২৫, ০৭:৪১ পিএম নতুন চাঞ্চল্য, কেন গ্রেফতার করা হলো সাবেক প্রেসিডেন্টকে?

স্থানীয় সময় শুক্রবার সকালে শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট বিক্রমা সিংহে কলম্বর পুলিশ কর্তৃক পরিচালিত অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে আত্মপক্ষ সমর্থন বিবৃতি দিতে যান। সেখানে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে ৭৬ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রপতি হেফাজতে নেওয়া হয়।

 

সিআইডি জানিয়েছে, ২০২৩ সালে কিউবাইতে অনুষ্ঠিত জি৭৭ সম্মেলন থেকে ফেরার পথে লন্ডনে নিজের স্ত্রীসহ ইউনিভার্সিটি অফ উলভারহ্যামটনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ব্যক্তিগত উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করার অভিযোগ উঠেছিল। বিক্রমা সিংহে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। তার সমর্থকরা অভিযোগ করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

 

বিক্রমা সিংহে ১৯৭৮ সালে ২৯ বছর বয়সে দেশটির মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সালে দলের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের পর তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা হন। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাক্‌কে দেশ ত্যাগের পর বিক্রমা সিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর