Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
কমলনগরে

ক্রয়কৃত জমি রেজিষ্ট্রি চাওয়ায় ক্রেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা

প্রবাস রিপোর্ট | মোঃ জায়েদ হোসেন আগস্ট ১৮, ২০২৫, ০৮:৩৯ পিএম ক্রয়কৃত জমি রেজিষ্ট্রি চাওয়ায় ক্রেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা

লক্ষ্মীপুরের কমলনগরে সবুজ নামে এক নদীভাঙা পরিবারকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে বিক্রেতা মো. হানিফের বিরুদ্ধে।

 

উপজেলার উত্তর চরলরেন্স এলাকায় এমন ঘটনা ঘটেছে। প্রতিকার চেয়ে গত শনিবার কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মো. সবুজ। থানায় অভিযোগ করার জেরে জমি বিক্রেতা হানিফ উল্টো সবুজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূল মামলা করেন।

 

জানা যায়, উপজেলার চরলরেন্স এলাকার সবুজ ২০২২ সালে উত্তর চরলরেন্স এলাকার আমেনার থেকে ৩০০ ননজুডিশিয়াল স্ট্যাম্পে ১৪ লক্ষ টাকা নগদ পরিশোধ করে ত্রিশ শতাংশ জমি বায়নচুক্তিতে ক্রয় করেন। ওই জমি রেজিষ্ট্রি চাওয়ায় আমেনাগংরা উল্টো সবুজের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, উপজেলা বিএনপির একনেতা হানিফের পক্ষে কাজ করেন।

 

তাই তিনি শক্তি পেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করেন। এতে জনমতে ক্ষোভের সৃষ্টি হয়। কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চরলরেন্স এলাকার সবুজ নামে এক লোক বায়নাচুক্তি করে জমি দখলে আছেন। তার ক্রয়কৃত জমির রেজিষ্ট্রি না পাওয়ায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি দতন্ত চলছে।

Side banner