Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শুটিংয়ে আহত শাহরুখ, চিকিৎসার জন্য গেলেন যুক্তরাষ্ট্রে

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক জুলাই ১৯, ২০২৫, ০৯:৪৫ পিএম শুটিংয়ে আহত শাহরুখ, চিকিৎসার জন্য গেলেন যুক্তরাষ্ট্রে

বলিউড সুপারস্টার শাহরুখ খান ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে তাকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। 

একটি সূত্র জানিয়েছে, শাহরুখ খান বড় কোনো আঘাত পাননি। তবে তার পেশিতে টান লেগেছে। এর আগেও বিভিন্ন স্টান্ট করতে গিয়ে তার শরীরের নানা পেশিতে আঘাত লেগেছিল।

চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত বিশ্রামে আছেন। সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ ‘কিং’-এর পরবর্তী শিডিউলে তিনি শুটিংয়ে ফিরবেন।

সূত্রটি আরও জানায়, এক মাসের জন্য সব কাজ বন্ধ রাখছেন শাহরুখ। সেরে উঠলে আবারও শুটিংয়ে ফিরবেন পূর্ণ উদ্যমে। শাহরুখ খানের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

Side banner