বাংলাদেশে নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও ২টি তৈরি পোশাক কারখানা। এতে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩টিতে। আর নতুন এসব কারখানাসহ বিশ্বসেরা ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশের।
সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এসব স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৬৩টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ১১১টি, লিড গোল্ড ১৩৩টি, লিড সিলভার ১৫টি ও সার্টিফায়েড ৪টি। এ নিয়ে লিড স্বীকৃতি পাওয়া নতুন এই কারখানাগুলোসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশের।
এই মাইলফলক বাংলাদেশের পোশাক উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি ও স্থিতিস্থাপকতার স্বীকৃতি উল্লেখ করে বিজিএমইএ জানায়, সবুজ ভবন নির্মাণ এবং টেকসই প্রথায় বিনিয়োগের মাধ্যমে তারা কেবল পরিবেশগত প্রভাব কমাচ্ছে না, বরং দক্ষতা বাড়াচ্ছে, খরচ হ্রাস করছে এবং বাংলাদেশের সুনামকে একটি দায়িত্বশীল ও দূরদর্শী সোর্সিং গন্তব্য হিসেবে আরও শক্তিশালী করছে। তাদের এই প্রতিশ্রুতি নিশ্চিত করছে যে আমাদের শিল্প বিশ্বব্যাপী প্রতিযোগিতার যোগ্য থাকবে, উদীয়মান টেকসই নীতিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবে এবং আমাদের জনগণ ও অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি চালিয়ে যাবে।
পরিবেশবান্ধব সনদ পাওয়া নতুন কারখানাগুলো হলো- ঢাকার টঙ্গী শিল্প এলাকার এ জি ড্রেসেস লিমিটেড ও গাজীপুরের বোর্ডবাজারের ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড। নতুন সনদ পাওয়া দুটি কারখানাই লিড প্লাটিনাম পেয়েছে। এর মধ্যে এ জি ড্রেসের প্রাপ্ত পয়েন্ট ১০৬ আর ফিন বাংলা অ্যাপারেলসের পয়েন্ট ১০৪।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :