Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করলো ভারত

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক আগস্ট ২৫, ২০২৫, ১১:৩৭ এএম যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করলো ভারত

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দূরত্ব ক্রমশ বেড়েই চলছে। সবশেষ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালনি আমদানি করার শাস্তি হিসেবেই এমন শাস্তির মুখোমুখি করা হয়েছে দিল্লিকে। তাছাড়া শুল্ক নিয়ে সব ধরনের আলোচনাও স্থগিত রয়েছে। এবার সম্পর্কোন্নয়নে এক মার্কিন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে ভারত।

মার্কিন বিচার বিভাগ থেকে পাওয়া নথির তথ্য অনুযায়ী, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে এই কাজের জন্য ভারত প্রতি মাসে ৯০ লাখ টাকা করে দেবে। ট্রাম্প প্রশাসনের বর্তমান চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এক সময় এই ফার্মে কাজ করতেন।

যুক্তরাষ্ট্রের প্রায় ১৪টি জায়গায় মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের অফিস রয়েছে। এবং বিশ্বব্যাপী তাদের আছে ৫৫০টির বেশি ক্ল্যায়েন্ট।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের এমন প্রচেষ্টা নতুন নয়। মার্কারি ছাড়াও এসএইচ ডব্লিউ পার্টনারসের সঙ্গে দিল্লির চুক্তি রয়েছে। এ জন্য তাদের প্রতি মাসে গুণতে হয় প্রায় ২ কোটি টাকা। এছাড়া বিজিআর পার্টনারস নামের আরেক লবিস্ট ফার্মের পেছনে ভারত প্রতি মাসে ব্যয় করে প্রায় ৬০ লক্ষ টাকা।

লবিস্ট ফার্ম নিয়োগে ভারতের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই চীর প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগের জন্য পাকিস্তান প্রতি মাসে খরচ করছে বিপুল পরিমাণ অর্থ।

Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর