Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গাবতলির হাটে গরুর নাম লায়লা-মামুন, দাম ১৪ লাখ

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক জুন ১, ২০২৫, ০১:২৬ পিএম গাবতলির হাটে গরুর নাম লায়লা-মামুন, দাম ১৪ লাখ

বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা। অসম প্রেম নিয়েও দেশজুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা। ২০২২ সালের ৭ জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। সাম্প্রতিক সময়ে দুজনের নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব ও মামলা নতুন করে তাদের আলোচনায় এনেছে।

 

এবারের কোরবানির গরুর হাটেও এই দুজনের নামের প্রভাব পড়েছে। রাজধানীর গাবতলির হাটে দুইটি গরুর নাম যথাক্রমে মামুন ও লায়লা নামকরণ করা হয়েছে।  মামুনের দাম ৮ লাখ ও লায়লার দাম ৬ লাখ টাকা ধরা হয়েছে।

 

গরুর ব্যাপারি জানান, তিনি গরু দুটি তিনি পাবনা থেকে নিয়ে এসেছেন।

 

গরু দুটিকে ব্যাপারি বেশ সাজিয়ে গাবতলি হাটে রেখেছেন। ঠিকঠাক মতো খাওয়াচ্ছেন। 

 

ব্যাপারি জানান, এই গরু দুটিকে অনেক যত্নে লালন পালন করেছেন। এবারের ঈদে তিনি পাবনা থেকে নিয়ে এসেছেন গাবতলী হাটে।

Side banner