Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দাবানলে বিপর্যস্ত ইসরায়েল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মে ১, ২০২৫, ০৩:৫১ পিএম দাবানলে বিপর্যস্ত ইসরায়েল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

জেরুজালেমের নিকটবর্তী এলাকায় দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে শত শত বেসামরিক নাগরিক ঝুঁকির মুখে পড়েছেন।

 

এ প্রেক্ষিতে পরিস্থিতিকে “জাতীয় জরুরি অবস্থা” হিসেবে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার (১ মে) দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আল-মনিটর, জেরুজালেম পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাটজ।

 

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

 

ইসরায়েল কাটজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে।

 

আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে এরইমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

 

এদিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেওয়া হয়েছে।

 

জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে।

 

Side banner