Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টিতে রশিদ খানের বিশ্ব রেকর্ড, সাকিব কোথায়

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ০৯:০৪ পিএম টি-টোয়েন্টিতে রশিদ খানের বিশ্ব রেকর্ড, সাকিব কোথায়

রশিদ খান আবারও প্রমাণ করলেন, কেন তাকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার মনে করা হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা, পারফরম্যান্স ও বিস্ময়ের মিশ্রণ হলে নিঃসন্দেহে সবার ওপরের নামটি থাকবে এই আফগানিস্তান স্পিনারের।

মঙ্গলবার (৫) লন্ডনের লর্ডসে ‘দ্য হান্ড্রেড ২০২৫’ আসরের প্রথম ম্যাচেই গড়লেন নতুন এক বিশ্ব রেকর্ড। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাঠে নেমেই রশিদ বনে গেলেন টি-টোয়েন্টি ইতিহাসে ৬৫০ উইকেট শিকার করা ইতিহাসের প্রথম ক্রিকেটার।

প্রথম ম্যাচে লন্ডন স্পিরিটের বিপক্ষে ৩ উইকেট শিকার করে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় স্পর্শ করেছেন ৬৫১ উইকেট। যদিও এটি ১০০ বলের ফরম্যাট, তবে পরিসংখ্যানে তা ধরা হয় টি-টোয়েন্টি হিসেবেই।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখন সর্বোচ্চ উইকেট রশিদের। তার পরেই রয়েছেন ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারাইন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯৮)।

বর্তমানে ৪১ বছর বয়সী ব্রাভো খেলেন মাঝারি মানের কিছু লিগে। এখন মূলত কোচিংয়েই বেশি মনোযোগ তার। সুনীল নারাইন এখনও বিশ্বের শীর্ষ লিগগুলোতে খেলছেন নিয়মিত। তবে ইমরান তাহির ও সাকিব আল হাসান এখন সেরা ফর্ম থেকে অনেকটাই দূরে। যদিও তারা নিয়মিতই অংশ নিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

রশিদ খানের ক্যারিয়ার যেখানে ১০ বছরের, সেখানে ক্যারিবীয় মিস্ট্রি স্পিনার নারাইনের ১৪ বছর। অন্যদিকে সাকিব, ব্রাভো ও তাহির খেলছেন ২০০৬ সাল থেকে।

আর যদি হিসেবটা করা হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি, সেখানে রশিদ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী (১৬১টি)। তবে সেই উচ্চ আসনে চড়তেও বেশি দিন লাগার কথা নয় এই লেগস্পিনারের। তার থেকে ৩ উইকেট বেশি নিয়ে সেখানে আছেন অবসরে চলে যাওয়া পেসার টিম সাউদি। তার মানে আসন্ন এশিয়া কাপেই রেকর্ডটি নিজের করে নিতে পারেন রশিদ। এই তালিকাতে চতুর্থ অবস্থানে রয়েছেন সাকিব। বাঁহাতি স্পিনারের উইকেট এখন ১৪৯টি।

Side banner