Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আমিরাতে যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক জুন ১, ২০২৫, ০১:৪২ পিএম আমিরাতে যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মোছাফ্ফাহ যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান।

 

শুক্রবার (৩০ মে) মোছাফ্ফাহ সানাইয়া স্থানীয় একটি রেস্টুরেন্ট হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোসাফ্ফাহ যুবদলের আহ্বায়ক মুহাম্মদ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী।

 

প্রধান বক্তা ছিলেন আমিরাত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জানে আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, আমিরাত কেন্দ্রীয় যুবদলের সদস্য জাকির হোসেন, মোসাফ্ফাহ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, মোসাফ্ফাহ যুবদলের মহিলা সম্পাদক আমেনা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. ওসমান গনি।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন মুহাম্মদ সোহেল রানা, কামাল হোসেন, মাসুদ সিকদার, জাহেদ হোসেন, আবদুস সালাম, রাশেদ হোসেন, সুমন মিয়া, শাহিন হোসেন, লিটন মিয়া, একলাসুর রহমানসহ অনেকে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।

 

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহে মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Side banner