Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সরকারি কর্মকর্তাদের

ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করল ইরান

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক জুন ১৭, ২০২৫, ০৬:৩৭ পিএম ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করল ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে, ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ এক নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে সরকারি কর্মকর্তা ও তাদের দেহরক্ষীদের জন্য ইন্টারনেট সংযুক্ত যন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

ইরানের রাষ্ট্র-সংযুক্ত ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা বা তাদের নিরাপত্তা টিম পাবলিক ইন্টারনেট বা টেলিকম নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে না।

 

ধারণা করা হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে।

Side banner